শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭

ইবাদত বন্দেগিতে পালিত হলো পবিত্র শবে বরাত

স্টাফ রিপোর্টার
ইবাদত বন্দেগিতে পালিত হলো পবিত্র শবে বরাত

ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও পালিত হলো পবিত্র শবে বরাতের রাত। এশার নামাজের পর থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ, ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ সহ চাঁদপুর জেলার সব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা রাত জেগে শবে বরাতের নামাজ আদায় ও দোয়া-মাহফিলে অংশ নেন। পবিত্র শবে বরাতের রাত তথা মুক্তির এ রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ইবাদত-বন্দেগি। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন রয়েছেন। সব মসজিদেই চলছে ইবাদত-বন্দেগি। শহরের ছোট বড় সকল মসজিদসহ অলিগলির সব মসজিদেই হয়েছে বিশেষ দোয়া কামনা এবং ইসলামি বয়ান। তবে রাতের ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় সব বয়সী মুসল্লীরা মসজিতে এবং নিজ গৃহে নামাজ ও দোয়া দুরুদে মশগুল ছিলো। মধ্যরাতের পর রাস্তায় তাদের আনাগোনা কমে যায়।

ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এই রাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এক মাস সিয়াম সাধনার আগে শবে বরাত উপলক্ষে নফল রোজা এবং নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রাক-প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়