প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:২২
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি (দেখুন ভিডিও)
নভেম্বরে এসএসসি পরীক্ষা আর ডিসেম্বরের পরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক কথায় যথা সময়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এ্যাসাইনমেন্ট অনুযায়ী আমরা পরীক্ষা নেবো। শিক্ষার্থীরা যেনো এ্যাসাইনমেন্ট বুঝে পরীক্ষা অংশ নিতে পারে সেই বিষয়টি মাথায় রেখে এ্যাসাইনমেন্ট তৈরি করা হচ্ছে। শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্ধোধনকালে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি এমপি।
|আরো খবর
এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, ১২ বছরের উপরে সবাইকে টিকার আওতায় আনার জন্য ইতিমধ্যে আমরা প্রক্রিয়া শুরু করেছি। সব টিকা সবাইকে দেয়া যাবে না। তাই ১২ বছরের উপরে যারা টীকার আওতায় আসবে তাদের জন্য টীকা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। টিকা দিলেই হবে না। শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ইতিমধ্যে সংক্রামন হার ১০ এর কাছে চলে এসেছে।
বিএনপির রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান জীবিত থাকতে কোনদিন স্বাধীনতার ঘোষক বলেননি। লোকটি মরার পর বিএনপি জামায়াত মিথ্যাচার শুরু করেছে। তার (জিয়াউর রহমান) কফিনটি যখন আনা হলো তখন তার স্ত্রী সন্তান এমনকি দলের কাউকে দেখতে দেয়া হয়নি,তা থেকে প্রমান করে কফিনে লাশ ছিলো না
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস,পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএমসহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন শাহমুহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শামছুজ্জামান পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান খান মিলন, সাইদুল ইসলাম মাহফিজ, মিন্টু পাটোয়ারী, যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান হাওলাদার সাজু, নোমান পাটোয়ারী, আওয়ামীনেতা নাজির আহম্মদ আনোয়ার হোসেন খোকা মিজান গাজী প্রমুখ।