বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০

রাষ্ট্রপতি হিসেবে সংসদে শেষ ভাষণ দিলেন আবদুল হামিদ

রাষ্ট্রপতি হিসেবে সংসদে শেষ ভাষণ দিলেন আবদুল হামিদ
অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি বা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতা ও রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণ দিয়েছেন মোঃ আবদুল হামিদ। শুক্রবার (৭ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল সময় কেটেছে শেরেবাংলানগরের উন্মুক্ত সবুজ পরিসর ও মনোরম জলাধারে ঘেরা মার্কিন স্থপতি লুই আই কানের অনন্যসাধারণ সৃষ্টি, পৃথিবীর অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা এই জাতীয় সংসদ ভবনে। রাষ্ট্রপতি হিসেবে আজকের এ ভাষণটি মহান জাতীয় সংসদে আমার শেষ ভাষণ।’

রাষ্ট্রপতি বলেন, ‘গত ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা অর্জন করেছে। তারই নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নেই।’

এ সময় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

আজ শনিবার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলে ধরবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন। পরে দুই দিন সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য দেবেন। এরপর তা গ্রহণ করা হবে।

স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৭৩ সালের ৭ এপ্রিল। দিবসটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২২তম ও বিশেষ অধিবেশন শুরু হয়েছে, যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। সূত্র : প্রতিদিনের বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়