প্রকাশ : ০৬ মে ২০২৫, ২১:৪৮
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে একটি সীলগালাসহ ৩ ক্লিনিককে জরিমানা

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১টি ক্লিনিক সীলগালাসহ ৩ ক্লিনিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকেলে কচুয়া পৌরসভার বিশ্বরোডে অবস্থিত কেয়ার ডিজিটাল হাসপাতালে চিকিৎসক ছাড়াই অপারেশন করার অপরাধে হাসপাতালটি সীলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে ট্রমা হাসপাতালের অপারেশন থিয়েটার অস্বাস্থ্যকর হওয়ায় ৩৫ হাজার টাকা জরিমানা ও কাজী মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন সেবার নির্ধারিত মূল্যের চার্টের সাথে ক্যাশ মেমোর অসঙ্গতি থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহিদ হোসাইন ও স্যানেটারী ইন্সপেক্টর আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।