মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৮:০৫

চাঁদপুরে পারিবারিক সম্পত্তির নিলাম: আইনি জটিলতা ও ওয়ারিশদের আপত্তি

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে পারিবারিক সম্পত্তির নিলাম: আইনি জটিলতা ও ওয়ারিশদের আপত্তি

সোনালী ব্যাংক চাঁদপুর শাখার পক্ষ থেকে প্রকাশিত একটি নিলাম বিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৩ মার্চ ২০২৫ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে চাঁদপুরের বাগাদী এলাকায় অবস্থিত একটি পারিবারিক সম্পত্তিকে নিলামের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সম্পত্তির উত্তরাধিকারীগণ এই নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিলাম বিজ্ঞপ্তি নিয়ে আপত্তি ও আইনি জটিলতা

উক্ত সম্পত্তির উত্তরাধিকারী মোঃ জাহিদুল ইসলাম খন্দকার জানান, সম্পত্তিটি এখনও উত্তরাধিকারসূত্রে আইনগতভাবে বিভক্ত হয়নি এবং কোনো ওয়ারিশের সম্মতি ছাড়াই ব্যাংক একতরফাভাবে নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনি বলেন,

"আমাদের পারিবারিক সম্পত্তি এখনো আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। কোনো আলোচনা ছাড়াই ব্যাংক সম্পত্তি নিলামে তোলার চেষ্টা করছে, যা আইনসিদ্ধ নয়। আমরা এই নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।"

এ বিষয়ে পরিবারের অন্য ওয়ারিশগণও জানান, তারা সম্পত্তির নিলামের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন এবং ব্যাংক কোনো পূর্ব নোটিশ বা সম্মতি ছাড়াই এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ব্যাংকের ভূমিকা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

সংশ্লিষ্ট ওয়ারিশগণ অভিযোগ করেন, সোনালী ব্যাংক চাঁদপুর শাখা একতরফা সিদ্ধান্ত নিয়ে সম্পত্তির নিলাম ডাকছে, যা পরিবারটিকে চরম আর্থিক ও সামাজিক সংকটের মধ্যে ফেলেছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আইনগত লড়াই ও পরবর্তী পদক্ষেপ

ওয়ারিশগণ ইতোমধ্যে আইনি পরামর্শ গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তারা আদালতে মামলা দায়েরের মাধ্যমে নিলাম বন্ধের দাবি জানাবেন বলে জানিয়েছেন।

জনমতের আহ্বান

এটি শুধু একটি পরিবারের বিষয় নয়, বরং যে কোনো সাধারণ নাগরিকের সম্পত্তির প্রতি ব্যাংকের এ ধরনের আচরণ ভবিষ্যতে আরও অনেককে সমস্যার সম্মুখীন করতে পারে। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও নীতি-নির্ধারকদের কাছে আবেদন, এ ধরনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়