প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১১:২৯
এভারগ্রীন ক্লাবের যুগপূর্তি উৎসব ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চাঁদপুরের ঐতিহ্যবাহী এভারগ্রীন ক্লাব এক যুগপূর্তি উৎসব, ফ্যামিলি ডে এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৮টায় চাঁদপুর স্টেডিয়ামের এভারগ্রীন চত্বরে (ক্লেমন ক্রিকেট গ্রাউন্ড) এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরে স্থানীয় সরকারের উপপরিচালক এবং চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া ও তার সহধর্মিণী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (জেনারেল) মোস্তাফিজুর রহমান, এডিসি (রাজস্ব) একরামুল ছিদ্দিক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা ও তাঁদের সহধর্মিণীগণ।
অনুষ্ঠানশেষে দীর্ঘ এক মাসব্যাপী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
এবারের সিজন ১২-এর চ্যাম্পিয়ন হয়েছেন মো. গোলাম জাকারিয়া এবং আলমগীর আলম মিয়াজি জুটি। এছাড়া ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন তিনবারের এভারগ্রীন চ্যাম্পিয়ন ও সাবেক কাউন্সিলর মাঈনুল ইসলাম পাটোয়ারী। ফেয়ার প্লে ট্রফি অর্জন করেন এডিএম সুপ্রভাত চাকমা এবং আমজাদ হোসেন।
এ বছর সেরা এভারগ্রীনিয়ান পদক পেয়েছেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভুঁইয়া এবং সেরা ফিনান্স পদক অর্জন করেছেন চাঁদপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান। মিডিয়া পার্টনার হিসেবে পুরস্কৃত হয়েছেন চাঁদপুর ড্যাফোডিল কলেজের ইংরেজি প্রভাষক আব্দুল খালেক মুন্সি নয়ন, গিয়াস কবির ও মাসুদুর রহমান। রেফারি পুরস্কার লাভ করেন ডা. মো. জালাল উদ্দিন রুমী এবং সোনালি ব্যাংকের ম্যানেজার মনির হোসেন।
এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো মিসেস এভারগ্রীন রাবেয়া সুলতানা সুরভীর মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের ভাবীদের শুভেচ্ছা উপহার প্রদান। পুরো আয়োজনটি পরিচালনা করেন শিক্ষক নেতা গিয়াস কবির ও লক্ষ্মণ সরকার।
এদিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয় চাঁদপুর আউটার স্টেডিয়ামে। ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাবের সদস্যরা সারাদিন কর্মব্যস্ততার পর খেলায় অংশগ্রহণ করেন।
চাঁদপুর পৌর প্রশাসক ও উপসচিব গোলাম জাকারিয়া বলেন, ‘কর্মব্যস্ততার পর সন্ধ্যায় আমরা একসঙ্গে হয়ে খেলায় অংশগ্রহণ করি। চাঁদপুরের মানুষ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত আন্তরিক। এবার টুর্নামেন্ট অংশ নিতে পেরে নিজেকে অনেক আনন্দ লাগছে। ক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে আমার পুরো পরিবার উপস্থিত ছিলো। ক্লাবটি খেলাধুলাসহ সামাজিক অনেক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে।
ক্লাব সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. জালাল উদ্দিন রুমী বলেন, ‘প্রতি বছর আমরা ক্লাব সদস্যদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করি। এটি আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করে।
আমাদের এই ধারাবাহিকতার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। খেলাধুলাসহ আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছি। সকলের সহযোগিতাতেই আমরা সকল কার্যক্রম সম্পন্ন করবো।
পুরস্কার বিতরণী শেষে আমন্ত্রিত অতিথিদের জন্যে ডিনারের আয়োজন করা হয়। ফ্যামিলি ডে-এর হোস্ট ছিলেন আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী আলমগীর হোসেন মিয়াজী।
অনুষ্ঠানশেষে ক্লাব সভাপতি ডা. মো. জালাল উদ্দিন রুমী উপস্থিত সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সিজন-১২-এর সমাপ্তি ঘোষণা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী বছর আরও বড়ো ও সফল আয়োজন করা হবে।
চাঁদপুর আউটার স্টেডিয়ামে এভারগ্রীন ক্লাবের সিজন-১২ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১২টি দল নিয়ে ১১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। টুর্নামেন্টে অংশ নিয়েছেন ক্লাবের সদস্যরা।
সিজন ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো ছিলো : গ্রুপ ‘এ’তে মো. গোলাম জাকারিয়া ও আলমগীর মিয়াজি আলম জুটি, ডা. রুমী ও রফিক জুটি এবং সৈয়দ মশিউর ও সুলতান জুটি।
গ্রুপ ‘বি’তে আমজাদ হোসেন ও আলমগীর আলম জুয়েল জুটি, মাইনুল ইসলাম পাটোয়ারী ও মাকসুদ জুটি এবং মুরাদ হোসেন ও আঃ মান্নান জুটি।
গ্রুপ ‘সি’তে এডিম সুপ্রভাত চাকমা ও সিরাজুল ইসলাম জুটি, লক্ষ্মণ সরকার ও আব্দুল খালেক মুন্সি নয়ন জুটি এবং আবুল কালাম ভুঁইয়া ও ফারুক হোসেন মজুমদার জুটি।
গ্রুপ ‘ডি’তে মাসরুর হাসান ভুঁইয়া ও শাহাদাৎ হোসেন জুটি, মনির হোসেন ও মাসুদুর রহমান জুটি এবং গিয়াস কবির ও দেলোয়ার হোসেন জুটি।