মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০০:২৩

শ্রীনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশের মতো মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস ২০২৫। "তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য

২ মার্চ (রবিবার) সকাল ৯:৩০ মিনিটে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন এর সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার এম. কে. আহমেদ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা গোলাম হোসেন, শিশু একাডেমির কর্মকর্তা শামীম হোসেন,আনসার ও বিডিপি কর্মকর্তা জহিরুল ইসলাম,ষোলঘর অক্ষয় কুমার ও শশী কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক শেখ আছলাম।

এছাড়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভোটার সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক মূল্যবোধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণের আহ্বান জানান। নতুন ভোটারদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

নতুন ভোটারদের উদ্দীপনা

অনুষ্ঠানে উপস্থিত নতুন ভোটাররা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়ে তারা গর্বিত। তারা প্রত্যেকেই তাদের নাগরিক অধিকার প্রয়োগে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীনগর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজিত এই কর্মসূচি ভোটার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়