মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২১:১৮

খোঁজ-খবর নিচ্ছে না প্রবাসী স্বামী

তিন বছরের সন্তান নিয়ে স্ত্রীর অসহায় জীবনযাপন

অনলাইন ডেস্ক
তিন বছরের সন্তান নিয়ে স্ত্রীর অসহায় জীবনযাপন

দীর্ঘ সময় স্ত্রী ও কোমলমতি শিশু আয়াতের (৩) বিন্দুমাত্র খোঁজ-খবর নিচ্ছে না পাষণ্ড স্বামী হায়দার পাটোয়ারী। স্ত্রীর অধিকার নিয়ে স্বামীর বাড়ি গেলেও নির্মম নির্যাতনের শিকার হয়ে অসহায় অবস্থায় বাবার বাড়ি ফিরে আসতে হচ্ছে অসহায় ইতি আক্তারকে।

জানা গেছে, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার ইতি আক্তারকে বিয়ে করেন মতলব দক্ষিণ উপজেলার মহামায়া বাজার এলাকার করবন্দ তালুকদার বাড়ির বাসিন্দা সুলতান পাটোয়ারীর ছেলে প্রবাসী হায়দার পাটোয়ারী (৩৮)। বিয়ের পর ১ মাস পর্যন্ত স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে সু-সম্পর্ক বজায় রাখার অভিনয় করেন। পরবর্তীতে শ্বশুর পক্ষ থেকে হাওলাত বাবদ মোটা অঙ্কের অর্থ নিয়ে প্রবাসে চম্পট দেন। এরপর স্ত্রীর অধিকার নিয়ে ইতি আক্তার স্বামীর বাড়ি গিয়ে জোরপূর্বক থাকার চেষ্টা করলেও তার শাশুড়ি জাহানারা বেগম, ভাসুর মানিক পাটোয়ারী, ছোট ভাই মাহাবুব পাটোয়ারী গং অসহায় ইতি আক্তারকে নির্মম নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে টেনে হিঁচড়ে বাড়ি থেকে কোমলমতি শিশু আয়াতকেসহ বের করে দেয়।

স্থানীয়রা জানান, প্রবাসী হায়দার পাটোয়ারী আগেও শিল্পী নামের নারায়ণগঞ্জের এক নারীকে বিয়ে করেছিলেন। সে স্ত্রী মারা গেছেন। তাকে হায়দার মেরে ফেলেছেন বলেও এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান। হায়দারের পূর্বের সংসারে ১টি কন্যা রয়েছে। এদিকে ইতি আক্তারকে ২য় বিয়ে করার ১মাস পর কাতার চলে যান তিনি। হায়দার ও তার ছোট ভাই কাতারে থাকেন। স্ত্রী ইতি আক্তার ও ৩ বছরের শিশু আয়াতের পর্যন্ত কোনো খোঁজ খবর নেননি। উল্টো ইতি আক্তারের ভাসুর মানিক পাটোয়ারী ও ছোট দেবর মাহাবুব পাটোয়ারী উছিলা ধরে ইতি আক্তারকে মারধরসহ নানা অত্যাচার করেন। পরবর্তীতে এসব বিষয়ে স্থানীয় পর্যায়ে গণ্যমান্যদের নিয়ে বৈঠক করলেও তাতে কোনো সমাধান পাননি অসহায় ইতি আক্তার। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী হায়দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। এদিকে বিভিন্ন লোকমাধ্যমে ইতি আক্তার জেনেছেন, তার স্বামী হায়দার এর মধ্যে গোপনে দেশে এসেছিলেন এবং তাকে না জানিয়ে আরেকটি বিয়ে করার খবরও পাওয়া গেছে।

এ বিষয়ে অসহায় গৃহবধূ ইতি আক্তার জানান, তার কোমলমতি তিন বছরের সন্তানটির খাওয়া-দাওয়া ও ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। এ বিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়