প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১১:৩০
পুরাণবাজারের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
অপরাজিত চ্যাম্পিয়ন বন্ধু মহল ক্রীড়া চক্র

চাঁদপুর শহরের পুরাণবাজার ১নং পন্টুন ঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বন্ধু মহল ক্রীড়া চক্র।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পুরাণবাজার হরিজন একাদশ ও বন্ধু মহল ক্রীড়া চক্র। খেলায় হরিজন একাদশের সাথে ৩-০ গোলে জয়লাভ করে বন্ধু মহল ক্লাবটি।
বন্ধু মহল ক্রীড়া চক্র প্রথম ম্যাচে হরিজনের সাথে ৩-১ গোলে, ২য় ম্যাচে নিতাইগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাথে ৫-২ গোলে, ৩য় ম্যাচে মেঘনা স্পোর্টিং ক্লাবের সাথে ৫-১ গোলে জয় পায়। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে স্টার স্পোর্টিং ক্লাবের সাথে ২-০ গোলে জয় পেয়ে সেমিফাইনালে উঠে ক্লাবটি।
সেমিফাইনালে রনাগোয়াল একাদশের সাথে ৬-০ গোলে জয় পেয়ে ফাইনালে উঠে দলটি। ফাইনালে হরিজন একাদশকে ৩-০ গোলে হারায় ।
বন্ধু মহল ক্রীড়া চক্রের খেলোয়াড়দের নাম অধিনায়ক আলমগীর, গোলকিপার সিহাব, অন্যান্য খেলোয়াড় তুহিন, সাইফুল, সুমন (মেসি সুমন), শিমরান, শাওন, গোলকিপার সিজান সাইফ, রনি, শাহ আলম, আওলাদ ও আল আমিন।
দলের খেলোয়াড় সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, স্থানীয় এলাকার বন্ধুরা মিলেই শহীদ জিয়া নামে টুর্নামেন্ট আয়োজন করেছে। টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। লীগ পদ্ধতির খেলায় আমরা সকল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে আনন্দিত।
পুরাণবাজার ১নং পন্টুন ঘাট এলাকায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।