প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১১:২৬
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০-সূরা ইউনুস
১০৯ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’
১৯। মানুষ ছিল একই উম্মত, পরে উহারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রতিপালকের পূর্ব-ঘোষণা না থাকিলে তাহারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার মীমাংসা তো হইয়াই যাইত।