শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

করোনার ল্যাম্বডা ভ্যারিয়ান্ট : নতুন আতঙ্ক

ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া

করোনার ল্যাম্বডা ভ্যারিয়ান্ট : নতুন আতঙ্ক
অনলাইন ডেস্ক

করোনা খেলিয়ে মারছে সারা বিশ্বকে। মানুষের সাথে যেনো তার লুকোচুরি। নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার বা মিউটেশন করার ক্ষমতা তার অধিক। ফলে মানুষের পক্ষে করোনা নিয়ন্ত্রণের কার্যকর কোনো পন্থা উদ্ভাবন করা সম্ভব হয়ে উঠছে না। ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে যদিও, এরপরও শঙ্কায় দিন যায়, নতুন নতুন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে এসব কতটুকু কার্যকর হবে তা ভেবে। এ পর্যন্ত করোনার মিউটেশনজনিত কারণে পাঁচ প্রকার ভ্যারিয়্যান্টের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত হয়েছে। সর্বশেষ ভ্যারিয়্যান্টের নাম দেয়া হয়েছে ল্যাম্বডা ভ্যারিয়্যান্ট। ল্যাম্বডা ভ্যারিয়ান্ট সর্বপ্রথম আবিষ্কৃত হয় দক্ষিণ আমেরিকার পেরুতে গত দু হাজার কুড়ি সালের আগস্টে। বর্তমানে দু হাজার একুশের জুলাই মাসে ল্যাম্বডা ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা শতকরা একাত্তর ভাগ। দু হাজার একুশ সালের জুনের পনর তারিখ পর্যন্ত যুক্তরাজ্যে ল্যাম্বডা ভ্যারিয়ান্টে আক্রান্ত আটটা কেইস শনাক্ত হয়েছে।

ল্যাম্বডা ভ্যারিয়ান্টের বিশেষত্ব

* এরা করোনার সর্বশেষ মিউটেশনকৃত ভ্যারিয়ান্ট।

* এদের সংক্রমণ সক্ষমতা ডেল্টা ভ্যারিয়ান্টের চেয়েও বেশি।

* এদের স্পাইক প্রোটিন বা মাথার কিরীটের আকৃতি দুই ভাঁজবিশিষ্ট।

* এরা এমআরএনএ ভ্যাকসিন তথা ফাইজার ও মর্ডানা ভ্যাকসিনের প্রতি সংবেদনশীল।

ল্যাম্বডা ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার লক্ষণ

* উচ্চ তাপমাত্রার জ্বর যাতে বুকে বা পিঠে বেশি তাপমাত্রা অনুভূত হয়।

* সংক্রমণের আগে যাদের স্বাভাবিক স্বাস্থ্য ছিলো, আক্রান্ত হওয়ার পর তাদের দিনে তিন থেকে চার বার কাশি হতে পারে।

* কাশি টানা ঘণ্টাখানেকও থেকে থেকে হতে পারে।

* যারা সংক্রমণের আগে থেকে কাশিতে আক্রান্ত তাদের কাশি ও শ্বাসকষ্ট বাড়তে পারে।

* নাকে ঘ্রাণ ও জিভে স্বাদ থাকে না।

* আক্রান্ত ব্যক্তির উপরোক্ত লক্ষণের যে কোনো একটি থাকলেই তাকে ল্যাম্বডা ভ্যারিয়ান্টে আক্রান্ত বলে ধরে নেয়া যায়।

ল্যাম্বডা ভ্যারিয়ান্টের ভবিষ্যৎ

ল্যাম্বডা ভ্যারিয়ান্টের বৈজ্ঞানিক পরিচিতি সি-থ্রি সেভেন। এটার ভেদন ক্ষমতা ডেল্টা ভ্যারিয়ান্টের চেয়ে বেশি। যুক্তরাজ্যসহ দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, আর্জেন্টিনা, ইকুয়েডর প্রভৃতি তিরিশটি দেশে ল্যাম্বডা ভ্যারিয়ান্টের সংক্রমণের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চৌদ্দ জুন দু হাজার একুশ তারিখে ল্যাম্বডা ভ্যারিয়ান্টকে ভ্যারিয়ান্ট অব ইন্টারেস্ট ঘোষণা করেছে।

করোনার এ পর্যন্ত ভ্যারিয়ান্ট ও প্রথম আবিষ্কৃত দেশ

আলফা ভ্যারিয়ান্ট : যুক্তরাজ্য

বিটা ভ্যারিয়ান্ট : দক্ষিণ আফ্রিকা

গামা ভ্যারিয়ান্ট : ব্রাজিল

ডেল্টা ভ্যারিয়ান্ট : ভারত

ল্যাম্বডা ভ্যারিয়ান্ট : পেরু

* চিকিৎসাঙ্গন বিভাগে লেখা পাঠানোর

ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়