রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০

রোগ নির্ণয়ে আকুপ্রেশার কল
অনলাইন ডেস্ক

(৩য় পর্ব ॥ পূর্ব প্রকাশিতের পর)

আকুপ্রেশার কলম একটি স্বল্প ভোল্টেজে ক্রিয়াশীল থেরাপি মেশিন। এর সাহায্যে শরীরের প্রায় সকল রোগের চিকিৎসা স্বল্প খরচে করা সম্ভব। এ ধরনের থেরাপি চীনের ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা হলেও বাংলাদেশে খুব নগণ্য। যন্ত্রটি চীনে আকুপাংচার পদ্ধতিতে ব্যবহার হয়। আমি এটিকে আকুপ্রেশারের প্রতিটি বিন্দুতে পরীক্ষা করে দেখেছি। প্রতিটি বিন্দুতেই এটি কার্যকরী। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর উপর প্রয়োগ করে চমৎকার ফল পেয়েছি। কিন্তু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।

চীনা গবেষকগণের দাবি, স্বল্প ভোল্টের এ ধরনের থেরাপি রক্তকে জীবাণুমুক্ত করে, শরীরের বিভিন্ন অংশে আক্রান্ত ব্যাকটেরিয়া ও ভাইরাস দমন করে এবং ক্যানসারে আক্রান্ত অঙ্গের মৃত কোষ পূর্ণ জীবিত করে।

বিন্দু পরিচয় : অধিকাংশ অঙ্গ ও অন্তঃক্ষরা গ্রন্থি শরীরের ডান ও বাম উভয় দিকেই অবস্থিত। সুতরাং তাদের বিন্দুগুলো উভয় হাত ও উভয় পায়ের তালুতেই অবস্থিত। আবার যেহেতু লিভার, পিত্তথলি, এবং উপাঙ্গ শরীরের ডান দিকে অবস্থিত। অতএব, তাদের বিন্দুগুলো ডান হাত ও ডান পায়ের তালুতে অবস্থিত। হার্ট ও প্লীহা শরীরের বাম দিকে অবস্থিত অতএব, তাদের অনুরূপ বিন্দুগুলো বাম হাতের তালু ও বাম পায়ের তালুতে অবস্থিত। নিচের চিত্রগুলোতে (চিত্র ১৩-১৬) তাদের অবস্থান দেয়া হলো।

মেরুদণ্ড, চক্ষুর স্নায়ু, স্নায়ু এবং স্তন ইত্যাদি অঙ্গগুলোর বিন্দুগুলো হাতের ও পায়ের তালুর উল্টো দিকে অবস্থিত। চোখ, কান, কানের স্নায়ু, শক্তি, ঠণ্ডাা ও লসিকার বিন্দুগুলো উভয় পার্শ্বেই অবস্থিত। এদের অবস্থান নিচের চিত্রগুলোতে (চিত্র ১৭-২০) দেয়া হলো।

নাভীচক্র : এ বিষয়ে আমি আমার ‘আকু-থের‌্যাপি’ বইতে বিস্তারিত লিখেছি। কিন্তু এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে এখানে আবার উল্লেখ করা হলো। একমাত্র আয়ুর্বেদ চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসাতে এর কোনো গুরুত্ব নেই। অথচ মেয়েদের মাসিকের সময় তলপেটে ব্যথার মূল কারণ নাভীচক্র নিচে নেমে যাওয়া। আবার দীর্ঘদিন নাভীচক্র সঠিক স্থানে না থাকলে কোষ্ঠকাঠিন্য, অশর্^ এমনকি মলাধারে কোলন ক্যান্সার হতে পারে।

অন্ত্রগুচ্ছের অবস্থান : অন্ত্রগুচ্ছ পাকস্থলীর পেছনে মেরুদ-ের কটিদেশীয় প্রথম কশেরুকা বরাবর অবস্থিত একগুচ্ছ স্নায়ু। মধ্যচ্ছদা বা ডায়াফ্র্যাম-এর নিচে অবস্থিত (যেমন লিভার, পাকস্থলী ইত্যাদি) সকল অঙ্গের নিয়ন্ত্রণ হয় অন্ত্রগুচ্ছ দ্বারা। এর আরেক নাম ‘নাভী চক্র’। (চলবে)

অধ্যাপক কে. এম. মেছবাহ্ উদ্দিন : বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। ফরিদগঞ্জ, চাঁদপুর।

[পরের পর্ব আগামী সংখ্যায় প্রকাশিত হবে]

* চিকিৎসাঙ্গন বিভাগে লেখা পাঠানোর

ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়