প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৭:১৬
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার দাবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন এবং সদর
|আরো খবর
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল ১০ টায় চাঁদপুর শহরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলাসহ একযোগে অন্য ৮টি উপজেলায় ৬৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধন সম্পন্ন হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মানববন্ধনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর সদর উপজেলার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি কবিতা সাহা, মাহমুদা খানমসহ আইভী হীরা, কাউসার পাটোয়ারী, আবুল কালাম আজাদ, মো. হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্য এবং চাঁদপুরের ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে : আল আমিন একাডেমি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, মডার্ন শিশু একাডেমি, উদয়ন শিশু বিদ্যালয়, ওয়াইডব্লিউসিএ, ইকরা মডেল একাডেমি, চাঁদপুর ল্যাবরেটরি স্কুল, চাঁদপুর চিলড্রেন একাডেমী, মিশন প্রাইমারি স্কুল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পুরাণবাজার মার্চেন্টস্ একাডেমি, চাঁদপুর আদর্শ মডেল একাডেমী, লাইসিয়াম কিন্ডারগার্টেন, মালেক স্মৃতি একাডেমি, নবারুণ শিশু বিদ্যালয়, রেলওয়ে কিন্ডারগার্টেন, ক্যামব্রিয়ান মডেল স্কুল, হাজী আমজাদ আলী শিশু একাডেমি, আল আমিন কেজি স্কুল, শাহাবুদ্দিন স্কুল, রঘুনাথপুর কেজি স্কুল, বাংলাবাজার আদর্শ একাডেমি, বিলকিস সুলতানা একাডেমি, বাবুরহাট মডেল একাডেমি, বাবুরহাট কচিকণ্ঠ বিদ্যালয়, পিপলস মডেল, বদরখোলা মডেল একাডেমি, আব্দুর রহমান প্রিক্যাডেট স্কুল, মৈশাদী মডেল একাডেমি, রোজ মডেল একাডেমি, সায়রা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন, হক ইন্টারন্যাশনাল, গাজীপুর সাহিন ক্যাডেট ও সিদরাতুল মুনতাহা স্কুল।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। জুলাইয়ের বিপ্লবে যেখানে বৈষম্যের ঠাঁই নেই, সেখানে সরকার বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারি করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে
কিন্ডারগার্টেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বঞ্চিত করার মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে দেশের সামগ্রিক শিক্ষার্থীদের মধ্যে ২৬ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর বাকি ৭৪ শতাংশ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। দেশের এমন ৭৪ শতাংশ শিক্ষার্থীকে বঞ্চিত করে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন আমরা মানি না।তারা বলেন, আমরা বাচ্চাদের জান-প্রাণ দিয়ে লেখাপড়া শেখাই। সরকারি সকল বিধি নিষেধ মেনে চলি। সকল তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করি। বৃত্তি আমাদের অহংকার, ছাত্র-ছাত্রীদের অধিকার। তারপরও কেন এতো বৈষম্য সৃষ্টি করা হচ্ছে?
বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করে। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৫ জুলাই-এর নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আমাদের বঞ্চিত করার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেয়া হবে না। প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি চরম বৈষম্যমূলক। আমরা এ প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার করে সকলকে পরীক্ষায় অংশগ্রহণের জন্যে জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা এবং সদর উপজেলা শাখা নেতৃবৃন্দ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাসের কাছে স্মারকলিপি প্রদান করেন। এরপর নেতৃবৃন্দ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের হাতে স্মারকলিপি তুলে দেন।