শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২২:২৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্তির দাবিতে হাইমচরে মানববন্ধন

মো. সাজ্জাদ হোসেন রনি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্ভুক্তির দাবিতে হাইমচরে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে হাইমচর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন?’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

হাইমচর উপজেলা পরিষদ রোডস্থ প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন শুরু হয়। এতে হাইমচর উপজেলাধীন সকল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ/প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. মাজহারুল ইসলাম শফিক এবং সভাপতি মো. তাজুল ইসলাম। এছাড়াও আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আ. লতিফ মিয়া এবং জাগরী আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শাহ মো. আলম বক্তব্য রাখেন। মানববন্ধনটি পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বক্তারা প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে বৈষম্যের জন্যে জবাব চেয়েছেন এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্য দূর করে তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়