প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ২২:১৩
সেবা সহজীকরণ সহ ব্রেস্ট ফিডিং কর্নার ও দালালের দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
----সহকারী কমিশনার (ভূমি), চাঁদপুর সদর

বুধবার (২৩ জুলাই ২০২৫) চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক ও এসিজির অ্যাডভোকেসি সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাকের সভাপতি ইঞ্জিনীয়ার মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারণে সাধারণ জনগণ প্রতিনিয়ত দালাল দ্বারা প্রতারিত হচ্ছে। ভূমিসেবা এখন অনলাইন হয়ে গেছে। খাজনা এখন অনলাইনের মাধ্যমে দেয়া হয়। নামজারি আবেদনও অনলাইনের মাধ্যমে করতে হয়। তিনি বলেন, সনাকের সভাগুলোতে আমার আগ্রহ খুবই বেশি। কারণ সনাক ও এসিজি সবসময় মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো তুলে আনে। আবার সেটা আমাদের সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করে, যা আমাদের দ্বারা অনেক সময় সম্ভব হয়ে উঠে না। তিনি বলেন, আপনারা আজ যে সমস্যাগুলো উপস্থাপন করেছেন তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। ভূমিসেবার মানোন্নয়নে সিটিজেন চার্টার, প্রান্তিক জনগোষ্ঠী ও নারীদের জন্যে সেবা সহজীকরণ, ব্রেস্ট ফিডিং কর্নার ও দালালের দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। কোনো সেবা গ্রহীতার সাথে যেনো আমার অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী খারাপ আচরণ না করে সেজন্যে ইতোমধ্যে নির্দেশনাও দেয়া হয়েছে। খারাপ আচরণের কারণে ইতোমধ্যে অনেকে শাস্তিও পেয়েছেন। তিনি আরো বলেন, অনেকে ভূমি উন্নয়ন কর নিয়ে সমস্যায় পড়েন। ভূমি উন্নয়ন কর সবসময় ব্যবহারভিত্তিক হয়। আমি চেষ্টা করি বৈধভাবে ও ভূমি আইনের নিয়মের মধ্যে থেকে ভূমিসেবা নিশ্চিত করতে। কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করিনি। আমি আসার পর ভূমি অফিসের দালালচক্র অনেকটাই ভেঙ্গে দিয়েছি। তিনি ভূমিসেবা বিষয়ে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি এ ধরনের একটি অ্যাডভোকেসি সভা আয়োজন করার জন্যে সনাক ও এসিজি গ্রুপকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত। তিনি বলেন, সনাক-টিআইবি দুদকের মতো কাজ করে না। আমরা মূলত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমস্যার সমাধান করে থাকি। আমরা জনগণের কাছ থেকে প্রাপ্ত সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ গ্রহণ করে থাকি।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, আজকের আলোচনাগুলো খুবই প্রাণবন্ত হয়েছে। সহকারী কমিশনার মহোদয় ভূমি বিষয়ে অনেক অভিজ্ঞ ও চমৎকার একজন মানুষ। তিনি খুবই সুন্দরভাবে উত্থাপিত সমস্যাগুলোর উত্তর দিয়েছেন। তিনি আজকের এই ফলপ্রসু সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসি ও অ্যাড. পলাশ মজুমদার, সনাক সদস্য মো. আব্দুল মালেক, মো. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, কানুনগো দেবব্রত দাস, এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. উজ্জ্বল হোসাইন, মো. আলাউদ্দিন পাটওয়ারী, সাইফুল ইসলাম আকাশ প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইয়েস, এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ।