শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১:১০

চাঁদপুর সদর উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা অত্যাবশ্যকীয়। মানুষের আনন্দ অনুভূতি তৈরি করে ডোপামিনসহ বেশকিছু হরমোন। খেলাধুলা ও ক্রীড়া ডোপামিন হরমোন নিঃসরণের সবচেয়ে ইতিবাচক মাধ্যম। খেলাধুলা মন, মনন, আত্মবিশ্বাস, সাহস, নেতৃত্ব, ব্যক্তিত্বসহ শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে অদ্বিতীয় ভূমিকা পালন করে। আমাদের শিশুরা নির্মল আনন্দ ও ক্রীড়া নৈপুণ্যে বেড়ে উঠুক এবং মাদক থেকে দূরে থাকুক এই হোক আমাদের প্রত্যাশা।

তিনি বৃহস্পতিবার সকালে (২৪ জুলাই ২০২৫) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণের প্রথম ধাপে উপজেলা প্রশাসন থেকে ফুটবল বিতরণকালে এসব কথা বলেন। ছবিতে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সদর উপজেলা নির্বাহী অফিসার।

ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়