শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২০:৩৮

বালিথুবায় বিএনপির মতবিনিময় সভায় কাঞ্চন মুন্সি

চাঁদাবাজ, মাদক কারবারি, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় নেই

এমরান হোসেন লিটন।।
চাঁদাবাজ, মাদক কারবারি, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় নেই
বালিথুবায় বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি কাঞ্চন মুন্সী।

সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদগঞ্জের ১নং বালিথুবা ইউনিয়নের ২-৫নং ওয়ার্ড খাঁড়খাদিয়া ও সকদি রামপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার) বিকেলে ইউনিয়নের সকদি রামপুর কবিরাজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রব খুকু পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহির উদদীন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সী।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, অত্র ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে মাঝেমধ্যেই বিভিন্ন লোক ফোন দিয়ে আমাকে বলে, মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কারণে পরিবেশ পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে উঠেছে। সালিসের নামে চাঁদাবাজির খবরও আমার কাছে যায়। এই চাঁদাবাজ সালিসদের এবং মাদক কারবারি ও সেবনকারীদের হাত থেকে আমাদের যুবসমাজ ও ছাত্রসমাজকে রক্ষা করতে প্রত্যেককে এসবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এলাকার সচেতন মহল আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ আগামীতে এই ইউনিয়নের মাদক কারবারি ও সেবনকারী এবং সালিসের নামে চাঁদাবাজদের উৎখাত করতে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, এলাকায় আপনারা যারা থাকেন, তারা যদি এদের রুখতে না পারে তাহলে আমাকে অবশ্যই অবগত করবেন। আমি এবং আমরা এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ১নং সহ-সভাপতি মিজানুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক সামিম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লা, সহ-সম্পাদক কিরণ মেম্বার, মিজান মেম্বার, প্রচার সম্পাদক আব্দুল মালেক বেপারী, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বেপারী, কৃষকদল নেতা সালেহ আহমদ কবিরাজ, যুবদলের আহ্বায়ক শাহ আলম হাওলাদার, শ্রমিক দলের আহ্বায়ক ওবায়দুল্লাহ খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈনুদ্দিন জনিসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক শাহজাহান তপাদার, সদস্য বাবর পাটোয়ারী, শ্রমিক দলের সম্পাদক আহাদ বেপারী, কৃষক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর গাজী, বিএনপি নেতা মনির শেখ, সাইফুল কবিরাজ, মাছুম কারী, যুবদলের নেতা মানিক হোসেনসহ বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়