শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২২:৫৫

সফর মাস রোববার থেকে শুরু

২০ আগস্ট পবিত্র আখেরী চাহার শোম্বা

স্টাফ রিপোর্টার
২০ আগস্ট পবিত্র আখেরী চাহার শোম্বা

বাংলাদেশের আকাশে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সন্ধ্যায় কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শনিবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রোববার (২৭ জুলাই ২০২৫) থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে।

এ প্রেক্ষিতে ২৫ সফর ১৪৪৭ হিজরি, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২০ আগস্ট ২০২৫ খ্রি. বুধবার পবিত্র আখেরী চাহার শোম্বা পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

উল্লেখ্য, আখেরি চাহার শোম্বা মূলত আরবি ও ফার্সি বাক্য। প্রথম শব্দ ‘আখেরি’ আরবি ও ফার্সিতে পাওয়া যায়। যার অর্থ হলো শেষ। ফার্সি ‘চাহার’ শব্দের অর্থ হলো সফর মাস এবং ফার্সি ‘শোম্বা’ শব্দের অর্থ হলো বুধবার। এভাবে ‘আখেরি চাহার শোম্বা’র অর্থ দাঁড়ায়--সফর মাসের শেষ বুধবার। দিনটিকে মুসলিম উম্মাহ খুশির দিন হিসেবে জানে এবং খুশির দিন হিসেবেই উদযাপন করে থাকে। সফর মাসের শেষ বুধবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীর্ঘ অসুস্থতার পর সাময়িক সুস্থ হয়ে ওঠার দিন। এ দিনটিকে স্মরণ করে মুসলিম উম্মাহর মধ্যে যে ইবাদত ও উৎসব প্রচলিত, তা-ই ‘আখেরি চাহার শোম্বা’। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে এ উৎসব-ইবাদত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়