শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মে ২০২৪, ১৯:৫৩

নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার
নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক কর্মশালা

চাঁদপুর জেলায়

বাংলাদেশের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের Networking স্থাপন, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিআরসিপি-১ প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পৌর মেয়র মো. জিল্লুর রহমান (জুয়েল), চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যগণ, চাঁদপুরের নারী উদ্যোক্তাগণ ও সংশ্লিষ্ট অংশীজন।

প্রধান অতিথি'র বক্তব্যে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব শায়লা ইয়াসমিন বলেন,

প্রতিটি নারীর সফলতার পিছনে থাকেন তিনি নিজেই। কারণ তার ইচ্ছা শক্তি এবং মনোবল তাকে নিয়ে যেতে পারে বহুদূর। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে । নানা প্রতিকূলতা সত্ত্বেও নারীর এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। করপোরেট জগৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে নারীর সংখ্যা বাড়ছে। বড় বড় প্রতিষ্ঠানে প্রধান নির্বাহীসহ উচ্চ পদে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। প্রতিবছরই এই নারী ‘বস’ বাড়ছে। সরকারি চাকরি ছাড়াও নারীরা এখন ব্যাংক, বিমা, কলকারখানার পাশাপাশি সেবা খাতের বিভিন্ন কোম্পানি চালাতে নেতৃত্ব দিচ্ছেন। অনেকে উদ্যোক্তা হয়ে ব্যবসায়িক অঙ্গনে ভূমিকা রেখে চলেছেন।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তা বৃদ্ধির জন্য সরকার, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের গুরত্বপূর্ণ ভূমিকা আছে। সরকার ইতোমধ্যে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নারীর অগ্রগতির জন্য। অতীতের যেকোনো সময়ের থেকে দেশে এখন নারীদের জন্য ব্যবসায় বাণিজ্য করার পরিবেশ ভালো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়