সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:১০

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের সমকালীন প্রশংসনীয় উদ্যোগ

অনলাইন ডেস্ক
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের সমকালীন প্রশংসনীয় উদ্যোগ

চঁাদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর আয়োজনে ‘চঁাদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর গুলশান ক্লাবের ল্যাম্বডা হলে এই ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। তিনি তঁার বক্তব্যে চঁাদপুরের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনবল তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্যে আরও অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে এই সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ। মূল প্রবন্ধে তিনি ব্যবসায়িক খাত, পর্যটন, কৃষি ও নৌ-বাণিজ্যে চঁাদপুরের উন্নয়ন সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংকের পরিচালক ড. মো. শাহাদাত হোসাইন, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ফারজানা আক্তার এবং ঢাকাস্থ চঁাদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ।অবসরপ্রাপ্ত মেজর মাকসুদুর রহমান আদনানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিডব্লিউসিসিআই’র প্রেসিডেন্ট মুনিরা আক্তার। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাপড়ি বর্মন। সংলাপে প্যানেল মডারেটর ছিলেন ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মঈন উদ্দিন মজুমদার। প্যানেল আলোচক ছিলেন জেন্ডার স্পেশালিস্ট নিলুফার করিম, চঁাদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার মানিক এবং ওয়িং অ্যাপারেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াইস মোহাম্মদ জয়। এছাড়াও বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক ফয়সাল আহমেদ বাহার, ওয়েগা গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, টোয়াবের ডিরেক্টর মো. ইউনুছ, পর্তুগালের পর্যটন ব্যবসায়ী সামুন রহমানসহ অন্য অতিথিরা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেমিনার ব্যবসায়িক নেটওয়ার্কিং বিস্তারে এবং চঁাদপুরের উন্নয়ন রূপরেখা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদেরও একই আশাবাদ। রাজধানীতে চঁাদপুরের পর্যটনসহ বহুবিধ উন্নয়ন সম্ভাবনাকে তুলে ধরতে এবং প্রভাবক হিসেবে কাজ করতে ঢাকাস্থ চঁাদপুর জেলা সমিতির ভূমিকা থাকা ছিলো বাঞ্ছনীয়, সেটিতে তাদের মনোযোগ বা ভাবনা না থাকায় চঁাদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সে ভূমিকা রাখার সুযোগটা লুফে নিলো। নিঃসন্দেহে সমকালীন চাহিদা বিশ্লেষণে চঁাদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকাস্থ চঁাদপুর জেলা সমিতির চেয়ে এগিয়ে। সেজন্যে তারা সময়োপযোগী মানসম্মত সেমিনার আয়োজন করেছে, যেটা অবশ্যই বুদ্ধিজীবী ও সুধী মহল শুধু নয়, সাধারণ্যেও সাড়া জাগাতে সক্ষম। যেটি একদিন ইতিহাস হয়ে থাকবে। এমন সেমিনার আয়োজন আয়াসসাধ্য ও ব্যয়বহুল হওয়া সত্ত্বেও সেটি আয়োজনে পিছিয়ে থাকেননি আয়োজকরা। আমরা এ সেমিনারের যথাযথ ফলোআপ সংশ্লিষ্ট সকলের কাছে প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়