প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮
তারুণ্যের উৎসব
বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার, প্রদর্শনী ও আলোচনা সভা
![বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার, প্রদর্শনী ও আলোচনা সভা](/assets/news_photos/2025/02/05/image-58661-1738768974bdjournal.jpg)
চাঁদপুর সদরের বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন প্রকল্প, চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক বর্জন, পুনঃব্যবহার ও প্লাস্টিকের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ধারণা প্রদান করা হয়।
|আরো খবর
প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী বলেন, গতানুগতিক পিভিসি ব্যানারের ফলে প্লাস্টিক ব্যবহার বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এ জন্যে প্লাস্টিক পরিহারের দিকে লক্ষ্য করে আজকের অনুষ্ঠানের মূল ব্যানার কাপড় এবং কাগজের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে প্লাস্টিক পরিহার ও অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই ধারা অব্যাহত থাকলে প্লাস্টিক বর্জনের মতো যুগোপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব।