বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮

তারুণ্যের উৎসব

বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার, প্রদর্শনী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার, প্রদর্শনী ও আলোচনা সভা

চাঁদপুর সদরের বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন প্রকল্প, চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক বর্জন, পুনঃব্যবহার ও প্লাস্টিকের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী বলেন, গতানুগতিক পিভিসি ব্যানারের ফলে প্লাস্টিক ব্যবহার বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এ জন্যে প্লাস্টিক পরিহারের দিকে লক্ষ্য করে আজকের অনুষ্ঠানের মূল ব্যানার কাপড় এবং কাগজের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে প্লাস্টিক পরিহার ও অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই ধারা অব্যাহত থাকলে প্লাস্টিক বর্জনের মতো যুগোপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়