প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৪০
ফয়েজ আহমদ মন্টুর জানাজা ও দাফন সম্পন্ন
চাঁদপুর শহরের বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী, পুরাণবাজার একুশ উদযাপন পরিষদের সভাপতি, নদী ভাঙ্গন সংগ্রাম কমিটির নেতা ফয়েজ আহমদ মন্টুর জানাজার নামাজ শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বাদ জোহর তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান ভূঁইয়া মেশিনারি সংলগ্ন পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন পেশ ইমাম ও খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানী। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। পরে গ্রামের বাড়ি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
|আরো খবর
শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় তিনি পুরাণবাজার রঘুনাথপুরস্থ শ্বশুর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে চাঁদপুরবাসী একজন প্রগতিশীল ভালো মানুষকে হারালো।