প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬
শ্রীনগরে তীব্র শীত ও কুয়াশায় সবজি নষ্টের শঙ্কায়
মুন্সীগঞ্জের শ্রীনগরে চলমান তীব্র শীত এবং কুয়াশা বৃষ্টিতে শীতকালীন সবজি চাষে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বর্ষার শেষ মৌসুমে মুষলধারে বৃষ্টির কারণে নিম্নাঞ্চলের জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই কৃষকরা বাঁশের মাচা তৈরি করে লাউ ও শিমের বীজ রোপণ করেছিলেন।
|আরো খবর
এখন এসব জমিতে লাউ ও শিমের বীজ অঙ্কুরোদগম শুরু করলেও শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে অঙ্কুর বের হওয়ার আগেই বীজ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষাণী হোসনে আরা বেগম জানান, বীজতলায় বীজ বপনের পর সেগুলো পোকামাকড় ও পাখির হাত থেকে রক্ষার জন্য নেট দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কিন্তু তীব্র শীত ও কুয়াশা বৃষ্টি তাদের সব প্রচেষ্টা বিফল করে দিয়েছে।
কৃষক আব্দুল গফুর জানান, জলাবদ্ধতা থেকে মুক্ত উঁচু জমিতে ফুলকপি, বাঁধাকপি এবং শিমের চাষ করেছিলেন। ফলন ভালো হওয়ার আশা ছিল, কিন্তু তীব্র কুয়াশার কারণে ফুলকপি ও শিম পোকামাকড়ের আক্রমণে পচে যাওয়ার শঙ্কা করছেন। এতে তিনি এবং অন্যান্য কৃষকরা হতাশায় ভুগছেন।
কৃষকরা জানান, প্রাকৃতিক দুর্যোগের নিয়ন্ত্রণ কারো হাতে নেই। তবে এই সংকটময় পরিস্থিতিতে তারা সরকারি সহায়তা এবং করুণাময়ের প্রতি প্রার্থনা করছেন।