প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫
শ্রীনগরে তীব্র শীতে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়োবৃদ্ধ
মুন্সিগঞ্জের শ্রীনগরে তীব্র শীতে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়োবৃদ্ধদের মধ্যে বেড়েছে। হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই এলাকায় অনেক শিশু ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়োবৃদ্ধরা শ্বাসজনিত সমস্যা, শ্বাসকষ্ট, হাঁচি, কাশি ও জ্বরে ভুগছেন। তারা চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসালয় ও ফার্মেসিতে যাচ্ছেন।
|আরো খবর
ডাক্তার জামাল উদ্দিন এ প্রতিনিধিকে জানান, হঠাৎ তীব্র শীতের কারণে শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তীব্র শীত ও বৈরী আবহাওয়ায় শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষত শীতকালীন পোশাক পরিধান করতে হবে। ঠান্ডা খাবার ও পানীয় না খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
ডাক্তার জামাল উদ্দিন আরও বলেন, শিশুদের কখনো ভিজে পোশাক পরিধান বা ভিজে বিছানায় রাখা উচিত নয়। এ ব্যাপারে মায়েদের আরও সচেতন হতে হবে।
এছাড়া, শীতজনিত রোগে আক্রান্ত হলে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করে ওষুধ সেবন করার পরামর্শ দেন তিনি। নিজের ইচ্ছামতো ঔষধ সেবন না করার প্রতি সতর্কতা জ্ঞাপন করেন ডাক্তার জামাল উদ্দিন।