শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৯:০৪

পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে রাস উৎসব

অনলাইন ডেস্ক
পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে রাস উৎসব
পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে মাসব্যাপী অনুষ্ঠিত শ্রীমদ্ভাগবত পাঠের শেষদিন ভক্ত সমাবেশে ভাগবত পাঠ করছেন পাঠক শচীনন্দন দাস

দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে রাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাস উৎসবকে কেন্দ্র করে গত ১৫ নভেম্বর শুক্রবার মন্দির প্রাঙ্গণে সকাল সাড়ে ৫টায় মঙ্গল আরতি, সাড়ে ৭টায় দর্শন আরতি, বাল্যভোগের প্রসাদ বিতরণ, মধ্যাহ্নে দেশ ও জাতির কল্যাণ কামনাপূর্বক পূজা, প্রার্থনা, সন্ধ্যায় গুরু বন্দনা, গুরু কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ, দামোদর ভগবানের উদ্দেশ্যে দীপদান, ভক্ত সেবা ও ভাণ্ডারা উৎসব উদযাপিত হয়েছে। এই সময় ভক্তদের পরিবেশিত হরিনাম কীর্তনে মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। তারা ভগবান দামোদরের নামে জয়ধ্বনি দিতে থাকেন। তাদের আনন্দ উৎসাহ আর মুহুর্মুহু শঙ্খ উলুধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মহা মিলনমেলায় পরিণত হয়। রাস উৎসবকে কেন্দ্র করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। এদিন মন্দিরে অনুষ্ঠিত মাসব্যাপী ভাগবত পাঠের শেষদিন হওয়ায় প্রচুর ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়। ব্যাপক ভক্ত উপস্থিতিতে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি রোটারিয়ান রিপন সাহা।

তিনি জানান, কার্তিক মাস আমাদের কাছে একটি মহাপবিত্র মাস হিসেবে বিবেচিত। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মাস দামোদর মাস হিসেবেও পরিচিত। এই মাসে আমরা ভগবানের সান্নিধ্য ও সমাজের কল্যাণ কামনায় মাসব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এই পবিত্র মাসে প্রতিদিন রাধা মুরারী মোহন জিউড় মন্দির প্রাঙ্গণে সকালে পূজা পার্বন, দুপুরে ভোগরাগ, প্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। দামোদর মাসের পবিত্রতা রক্ষায় আমরা পারিবারিকভাবে সকলেই মাসব্যাপী নিরামিষ আহার গ্রহণ করেছি। আজ দামোদর মাসের শেষদিন। এই দিনটিকে স্মরণীয় ও রাসপূর্ণিমা উদযাপনকে কেন্দ্র করে আমরা মন্দিরে বিশেষ সেবা পূজার আয়োজন করেছি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই পারিবারিক ভাবে এই পবিত্র মাসে সকল ধরনের আমিষ বর্জন পূর্বক নিরামিষ আহার করে থাকেন এবং গৃহ ও মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানাদিরও আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় মুরারী মোহন জিউড় মন্দিরেও মাসব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন ব্যাপক ভক্ত সমাবেশ হওয়ায় মন্দির কমিটির পক্ষ থেকে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ মাসব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে এতো ভক্ত সমাবেশ হওয়ায় আমি সত্যি খুব আনন্দিত। তিনি সকলের মঙ্গল কামনা পূর্বক আগামীতেও মন্দিরে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠান সমূহে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

এদিন অনুষ্ঠান শেষে হাজারো ভক্ত মহা সানন্দে প্রসাদ গ্রহণ করেন। ভক্তদের ব্যাপক উপস্থিতিতে এদিন শিশু শিল্পীদের উপস্থাপনায় রাস পূর্ণিমার বিশেষ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামোদর মাসকে কেন্দ্র করে মাসব্যাপী অনুষ্ঠানের শেষদিন হওয়ায় অনেকেই শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় চরণে কান্না জড়িত হয়ে প্রার্থনা জানান--আসছে বছর যেন এমনিভাবে সকলে উৎসবে যোগ দিতে পারেন এই কামনায়। এ সময় অনেক ভক্তই ধর্মীয় অনুভূতিতে আবেগ আপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। মাসব্যাপী অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন নেত্রকোনা থেকে আগত শচীনন্দন দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়