প্রকাশ : ১৮ জুন ২০২২, ২০:০৫
প্রবল স্রোতে পুরাণ বাজার মেঘনা পাড়ের ব্লক দেবে গেছে
পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
মেঘনা নদীর পাড় অবস্থিত পুরাণ বাজার রামঠাকুর দোল মন্দির ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল।তিনি ১৮ জুন বেলা ১২ টার পুরান বাজার এলাকার ওই মন্দিরের ভাঙ্গন স্থান পরির্দশন করেন। এই সময় তিনি জানান, জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কারনে এখন জায়গাটি কম ঝুঁকি রয়েছে। এ সময় মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকার চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক গোপাল চন্দ্র সাহা সহ মন্দিরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নির্বাহী প্রকৌশলী স্থানীয় সিএইচ অয়েল মিল এলাকা পরির্দশন করে ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন। তিনি জানান, চাঁদপুর শহর রক্ষা বাঁধ সংরক্ষণে স্থায়ী প্রকল্পটি অনুমোদন পেলে বাঁধের কোন পয়েন্টেই ঝুঁকিপূর্ণ থাকবে না।
চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা জানান, সিলেটসহ উত্তরাঞ্চলে বন্যার পানি মেঘনা দিয়ে প্রবাহিত হওয়ায় পুরান বাজার ব্যবসায়িক এলাকার শ্রী রাম ঠাকুর দোল মন্দিরের পশ্চিম উত্তর অংশে কিছু ব্লক দেবে গেছে এবং ফাটল দেখা দিয়েছে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কে জানালে তারা সাথে সাথে এখানে তারা বস্তা ফেলানো শুরু করেছে।