রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের বিজয় উৎসব

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের বিজয় উৎসব

মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) রাতে বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েস প্লাজার রাজপুত রেস্টুরেন্টে এ উৎসবের আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি আল মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান ও সহ-কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-মহিলা সম্পাদিকা রুমি খালেদা।

উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু।

উৎসবে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম , বকুল খান ও মো. সিদ্দিকুর রাহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শওকত আহমেদ, হুমায়ুন কবির রিগ্যান, আতিকুর রাহমান, শাহ আলম প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-প্রচার ও অফিস সম্পাদক আব্দুল মালিক এমদাদ, সাংস্কৃতিক সম্পাদক শামীম খান বিপ্লব, সদস্য আহমেদ আসাদুর রাহমান সাদ সহ অন্য নেতৃবৃন্দ। উৎসবে মহান স্বাধীনতা যুদ্ধের সব শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, আজকের তরুণদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মহান ইতিহাস জানা উচিত। যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা, যাঁরা দেশ মাতৃকার জন্যে জীবন দিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের আত্মত্যাগের কথা জানা উচিত।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম সম্পাদক মো. জহির উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়