রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

নতুন কুঁড়ি ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠনের মেহেদী উৎসব ও গুণীজন সংবর্ধনা

কিছু মানুষ নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে, যা দেখে ভাল লাগে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
কিছু মানুষ নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে, যা দেখে ভাল লাগে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'মেহেদী উৎসব' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্যে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রধান অতিথি হিসেবে মেহেদী উৎসবের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিকেলে সমাপনী পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমাদের সমাজে কোনো না কোনো ক্ষেত্রে সবাই দক্ষ। তাদের দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে নীরবে নিভৃতে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে এ মানুষগুলোর অবদান অপরিসীম। আলোকিত সমাজ গঠনে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক আরো বলেন, আজকে নতুন কুঁড়ির আয়োজনে মেহেদী উৎসব ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমি এই সংগঠন সম্পর্কে যতটুকু জেনেছি, তারা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের সামজিক কাজ করে থাকেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা একজন আইনজীবী হয়েও সমাজের জন্যে অনেক কাজ করেন। অনেক পরিশ্রম করেন সমাজের জন্যে, মানুষের জন্যে। এসব দেখে আমাদের ভালো লাগে। আমি এই সংগঠনটির সাফল্য কামনা করছি।

স্বরলিপি নাট্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি এমাআর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়ায়েব, চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী সেলিম আহমেদ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, মেঘনা থিয়েটারের সভাপতি মো. তবিবুর রহমান রিংকু, চাঁদপুর জজকোর্টের আইনজীবী আবু হানিফ রিফাত, নতুন কুঁড়ির সাংগঠনিক সম্পাদক মো. রতন বেপারী সেলিম।

মেহেদী উৎসব প্রতিযোগিতার ৩টি বিভাগে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ক- বিভাগে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী, খ- বিভাগে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং গণ বিভাগে গৃহিণীরা অংশ নেন। তিনটি বিভাগ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

মেহেদী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী বিপ্লব দাস কুট্টি, অভিজিৎ রায় ও মনির হোসেন মান্না। মেহেদী উৎসব প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে নতুন কুঁড়ি সংস্কৃতিক সংগঠনের নৃত্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বাঁশি বাজান মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মানসুর আক্তার কাজল, যুগ্ম সম্পাদক ইয়াকুব বিন সায়েদ লিটনসহ সংগঠনের সকল সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়