রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:২৫

বাড়ির মালিককে ভাড়াটিয়ার হুমকি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
বাড়ির মালিককে ভাড়াটিয়ার হুমকি, থানায় অভিযোগ

চাঁদপুর শহরের নতুন বাজার পালপাড়া এলাকায় প্রতাপ ভিলা নামে বাড়ির মালিককে ভাড়াটিয়া প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাড়ির মালিক থানায় অভিযোগ করেছেন। গত ১৮ ডিসেম্বর প্রতাপ ভিলার মালিক আব্দুল বাসেত ভূঁইয়া সদর মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পালপাড়াস্থ (নতুন আলিম পাড়া) প্রতাপ ভিলার মালিক আমি ভূঁইয়া আবদুল বাসেত। আমার পুরাতন দোতলা ভবনের এই বাড়ির ২য় তলার ভাড়াটিয়া অমল পোদ্দার, পিতা অনিল পোদ্দার। তিনি ২০১৯ সালের আগস্ট মাস হতে মাসিক মাত্র ৩৫শ' টাকা ভাড়ায় আমার এই বাসায় উঠেন। গ্যাস বিল ও পানির বিল ভাড়াটিয়া পরিশোধ করতেন। আমার নিজস্ব প্রয়োজনে গত অক্টোবর মাসের ১ তারিখ ভাড়াটিয়া অনিল পোদ্দারকে সম্ভব হলে ওই মাসের শেষদিকে অথবা নভেম্বর মাসের ৩১ তারিখ বাসা ছেড়ে দিতে অনুরোধ করি। তিনি রাজি হলেও বাসা না ছাড়ায় নভেম্বর মাসের ২৯ তারিখ আমি তাকে বাসা ছাড়ার জন্যে তাগাদা দেই। তখন তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে আসেন এবং আমাকে গালাগালি করেন। সে কারণে আমি ভয়ে আর তাকে তাগাদা দেই নি। আমার পরিবার ঢাকায় থাকে। আমি প্রয়োজনে চাঁদপুরে আসলে উক্ত ফ্ল্যাটের পশ্চিম পাশের ২টি রুমে মালামালসহ বসবাস করি। গত ১৬ ডিসেম্বর ওই বাসায় এসে দেখতে পাই, ভাড়াটিয়া অমল পোদ্দার তার দখলীয় রুমগুলো তছনছ ও ভাংচুর করে চলে গেছে। খোঁজ-খবর নিয়ে জানতে পাই, একই মহল্লায় আমার পুকুরের পূর্বদিকে বাসা ভাড়া নিয়েছে অমল। তার কাছে আমি ৩ মাসের বাসা ভাড়া, গ্যাস বিল, পানির বিল ও মোটরের বিদ্যুৎ বিল পাওনা রয়েছি।

যেহেতু আমি চাঁদপুরে আসলে এই বাসায় একা থাকি এবং অনিল পোদ্দার আমার পার্শ্ববর্তী মহল্লায় বসবাস করছে এবং সে অত্যন্ত হিংস্র প্রকৃতির লোক বিধায় তার দ্বারা আমার যে কোনো ক্ষতি, এমনকি প্রাণনাশেরও আশঙ্কায় ভুগছি।

এই বিষয়গুলো উল্লেখ করে তিনি থানায় অভিযোগ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়