প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯
আগুন থেকে বাঁচলেন সবাই, শুধু মারা গেল ৯ মাসের শিশু আলিজা
নাটোরের বড়াইগ্রামের শিমুলতলা গ্রামে একটি বসতঘরে আগুন লেগে আলিজা খাতুন নামের ৯ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলিজা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের কন্যা।
|আরো খবর
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন লাগার পর পরিবারের সদস্যরা তীব্র তাপ ও ধোঁয়ার কারণে ঘুম থেকে জেগে যান এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তবে অসহায় শিশুটি ঘরের ভেতর রয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ছয় কক্ষের অধিকাংশ মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “পরিবারের সদস্যরা প্রথমে আগুনের বিষয়টি বুঝতে পারেনি। পরে তারা বেরিয়ে আসতে সক্ষম হলেও আলিজা ঘরে আটকা পড়ে। শিশুটির করুণ মৃত্যু আমাদের সবাইকে মর্মাহত করেছে।”
এই দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারকে সান্ত্বনা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।