প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪১
৩০০ মিলিয়ন ডলার পাচার অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার (প্রায় ৫৯ হাজার কোটি টাকা) আত্মসাতের অভিযোগও অন্তর্ভুক্ত।
|আরো খবর
দুদক সূত্রে জানা যায়, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে নয়টি প্রকল্পে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত।
গত ৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ হাইকোর্টে একটি রিট দায়ের করেন, যেখানে এই দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে ১৫ ডিসেম্বর হাইকোর্ট দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে এই অভিযোগগুলোর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকেই ৫০০ কোটি ডলারের বেশি অর্থ লোপাট করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এই অভিযোগগুলোকে 'মিথ্যা' এবং 'গুজব' বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, নিজেদের সুনাম রক্ষায় তারা আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত।
দুদক জানিয়েছে, এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।