বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২২

ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ইতালি প্রতিনিধি
ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

বাংলাদেশ দূতাবাস, রোমের উদ্যোগে ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ পালিত হয়েছে। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ, প্রবাসী বাংলাদেশিগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিবস দুটি উপলক্ষে দূতাবাসে আয়েজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন বিষয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইতালি প্রবাসীদের মধ্য হতে মানি এক্সচেঞ্জের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, প্রবাসীদের ইমিগ্রেশন সহায়তা প্রদানকারী সংস্থা, ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের অধিকার এবং দূতাবাসের সেবা কার্যক্রম বিষয়ে তাদের পরামর্শ এবং প্রত্যাশা তুলে ধরেন।

রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে ইতালিতে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসীদের সেবা নিশ্চিতকরণে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকল্পে দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহ এবং বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের উদ্যোগ ও পরিকল্পনাসমূহ তিনি তুলে ধরেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদ্যাপনের অংশ হিসেবে ১৮ ডিসেম্বর দূতাবাসে আগত প্রায় চার শতাধিক কনস্যুলার সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশিদের উন্নত সেবা এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে দূতাবাস হতে সপ্তাহব্যাপী বিশেষ সেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়