শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে

মো: জাকির হোসেন
সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে
সাবেক সচিব ইসমাইল হোসেন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, ইসমাইল হোসেন যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সেখানে তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর করে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারীদের মতে, এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে।

ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়