শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২২:০০

পুরাণবাজার দাসপাড়ায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার
পুরাণবাজার দাসপাড়ায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া কালী মন্দির ও দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রীতার্থে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় শত শত প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তবৃন্দের আর্তির মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।

দাসপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে প্রদীপ প্রজ্বলনকারী ভক্তগণ নিজেদের সুখ শান্তি আর বিশ্বকল্যাণ কামনায় প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর রাতুল চরণে প্রার্থনায় অংশ নেন। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তম গোস্বামী ও শিব কর্তা।

প্রদীপ প্রজ্বলন শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। এ সময় প্রজ্জ্বলিত ভাসমান প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠে নদী তীরবর্তী স্থানসমূহ। শেষে প্রদীপ প্রজ্বলনে অংশ নেয়া উপবাসরত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাণবাজার দাসপাড়া কালী মন্দির কমিটির সভাপতি দুলাল দাস, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, সাংগঠনিক সম্পাদক দিবাস দাস, সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস, সর্বজনীন সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক বাদল দাস, সাংগঠনিক সম্পাদক সুমন দাস।

আয়োজন সফলকরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক শুভ চন্দ্র দাস, প্রদীপ প্রজ্জ্বলন উদযাপন পরিষদের সমন্বয়ক খোকন দাস, বাবলু দাস, রাম দাস, উৎপল দাস, সঞ্জয় মজুমদার, সমীর দাস, সঞ্জীব দাস, পংকজ দাস, বাদল দাস, রঞ্জিত দাস, শংকর দাস, পলাশ দাশ রাম, বাদল দাস হিটলু, লিটন দাস, সোহাগ মজুমদার, সুজন দাসসহ দাসপাড়া কালী ও দুর্গা মন্দির কমিটি এবং ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব কমিটির সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়