বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:৩৫

পুরাণবাজার ট্রাকঘাটে ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
পুরাণবাজার ট্রাকঘাটে ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর শহরের ঐতিহাসিক পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন নতুন রাস্তা ট্রাকঘাট এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ২০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল মাদানীর সভাপতিত্বে ও শ্যামবাজার মুসলিম যুবক সমিতি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী লেকচারার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ইয়াহইয়া মাহমুদ, রামপুরা,ঢাকা।বিশেষ অতিথির তাশরিফ আনেন নওমুসলিম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুর রহমান জামী (ঠাকুরগাঁও), মাওলানা কারী মিজানুর রহমান কুতুবপুরী (বরিশাল) ও মাওলানা জামাল উদ্দিন (বরগুনা)।

এদিন বাদ আসর হতে মাহফিলের কার্যক্রম শুরু হয়। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি হাজির থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের জ্ঞানগর্ভ বয়ান শোনেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়