সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০

বুরগী সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি ॥
বুরগী সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়া উপজেলার ৮০নং বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ রেহানা পারভীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ বশির উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আল মাসুদ গাজী।

অতিথির বক্তব্য রাখেন উত্তর গোহট ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম, সহ-প্রধান শিক্ষক জসিম উদ্দিন, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজ উল্লাহ, সমাজসেবক মোঃ গোলাম সরোয়ার, গোলাম মোস্তফা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রাজ্জাক, মোঃ ইসমাইল হোসেন, শিক্ষিকা রুমা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আইনুর ইসলাম। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়