সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২১

ভালো মানুষের সুসন্তানরা এমনই করে--

কাজী শাহাদাত
ভালো মানুষের সুসন্তানরা এমনই করে--

হাজীগঞ্জ ও মতলব উপজেলায় শিক্ষা বৃত্তি দিলো কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। এটি চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় গতকাল প্রকাশিত একটি সংবাদ শিরোনাম। সংবাদটিতে কামরুজ্জামান টুটুল লিখেছেন, হাজীগঞ্জ ও মতলব উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ২০২৪ প্রদান করেছে হাজীগঞ্জের কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। হাজীগঞ্জের মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অধিক মেধাবীদেরকে নগদ টাকার বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্যের ব্যবসায়ী ও মরহুম কাজী মফিজুল ইসলামের বড়ো সন্তান কাজী জহিরুল ইসলাম জুয়েল।

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলামের নামে প্রতিষ্ঠিত উক্ত ট্রাস্টের অধীনে পরিচালিত শিক্ষা বৃত্তি ২০২৪ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুমের কন্যা, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা ও অ্যাডভোকেট ফারজানা রোজী। অনুষ্ঠানের সভাপতি দেলোয়ার হোসেন দুলুর সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের আহ্বায়ক ও নারায়ণগঞ্জের আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম জয়নাল আবেদীন, ট্রাস্টের সদস্য সচিব কাজী মাসুদুর রহমান, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী মিজানুর রহমান, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খান, রামরা সপ্রাবির সহকারী শিক্ষক আক্তার হোসেন প্রধানীয়া ও ট্রাস্টের সদস্য ইব্রাহিম কাজী মামুন।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে চালু হওয়া উক্ত ট্রাস্ট থেকে ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তি কার্যক্রম চালু করা হয়। হাজীগঞ্জ ও মতলব উপজেলার ৬৫টি বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণীর ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলা থেকে ৩২ জন ও মতলব উপজেলা থেকে ৩২ জন মিলিয়ে মোট ৬৪ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টটি এককভাবে পরিচালনা করছেন রাজারগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও রাজারগাঁও ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেযারম্যান মরহুম কাজী মফিজুল ইসলামের পরিবারবর্গ।

হাজীগঞ্জের রাজারগাঁওয়ে কোনো রাজা কোনোদিন বসবাস করেছেন কিনা সেটা আমাদের জানা নেই। তবে রাজারগাঁও নামের ইউনিয়নটি হাজীগঞ্জ উপজেলার বড়ো একটি ইউনিয়ন হিসেবে খ্যাতিমান ছিলো। বর্তমানে সেটি খণ্ডিত হয়ে ছোট হয়েছে। এই ইউনিয়নটি মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর উপজেলার সীমানাঘেঁষা একটি ইউনিয়ন। এই ইউনিয়নে অনেক খ্যাতিমান মানুষ জন্মগ্রহণ করেছেন। এঁদেরই একজন কাজী মফিজুল ইসলাম। তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে তিনবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্বপালন করতে সক্ষম হয়েছেন। তিনি তাঁর সন্তানদের উচ্চ শিক্ষিত ও ভালো মানুষরূপে গড়ে তোলার চেষ্টা করেছেন। যার ফলে তাঁরা তাঁদের বাবার নামে ট্রাস্ট গঠন করে নিজেদের উপজেলা হাজীগঞ্জে শুধু নয়, পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলায়ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন। নিশ্চয়ই তাঁরা জনহিতকর আরো কাজ হাতে নেবেন এবং পরম শ্রদ্ধেয় পিতার নাম ও অতীত অবদানকে সমাজে তুলে ধরে সুসন্তানের পরিচয় দেয়াটা অব্যাহত রাখবেন। আমরা কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের টেকসই অস্তিত্ব প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়