প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
নারায়ণপুর ডিগ্রি কলেজে ৭ মার্চ পালন
যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে নারায়ণপুর ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।
অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দ্বিতীয় পর্বে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ, হুমায়ুন কবির ও জাহাঙ্গীর হোসেন।
উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মঈনুদ্দিন হামিদী, আব্দুল হক, জহিরুল ইসলাম, প্রভাষক রবিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।