প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমআর শামীম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপ্রধানে এবং সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য ড. মোঃ হাসান খান, সহকারী প্রধান শিক্ষক আঃ হান্নান মিয়াজী, সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ কবীর ওসমানী।
আরো বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য মোঃ সেলিম তালুকদার ও অভিভাবক সদস্য মোঃ মাসুম ঢালী। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অন্যরা উপস্থিত ছিলেন। এ বছর জেনারেল ১৩০ জন এবং ভোকেশনাল ৩৮ জন অর্থাৎ মোট ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।