মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৫০

শাহমাহমুদপুরে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক ও ফ্রি চিকিৎসা সেবা

শাহমাহমুদপুরে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক ও ফ্রি চিকিৎসা সেবা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার (২০ জানুয়ারি ২০২৫) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলে। প্রথম ধাপে পরিবার কল্যাণ সহকারী শামীমা নাছরীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শাহরিন আফরিন, মেডিকেল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর সদর। তিনি তাঁর কাউন্সেলিং বক্তব্যে মা ও শিশু স্বাস্থ্য, বাল্যবিয়ে, গর্ভবতী মায়ের পরিচর্যা ও সেবা, নরমাল ডেলিভারি, শীতকালীন শিশু স্বাস্থ্য ও যত্ন বিষয়ে বিস্তারিত বলেন।

তিনি উপস্থিত শ্রোতাদের বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবার জন্যে আপনারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাবেন। এছাড়া এ সংক্রান্ত সেবার জন্যে সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আসলে আমি আপনাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো। এর আগে কৈশোর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পদ্ধতি, টিটি ও শিশু টিকার ওপর কাউন্সেলিং করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক জাকির হোসাইন মিজি।

দ্বিতীয় ধাপে ডা. শাহরিন আফরিনের পরিচালনায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় গর্ভবতী চেকআপ, চিকিৎসা, শিশু ও কিশোরী চিকিৎসাসহ সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। উঠান বৈঠক শেষে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে শিশু ২৮ জন, কিশোরী ১২ জন, গর্ববতী ৮ জন এবং সাধারণ রোগী ২৭ জন। সার্বিকভাবে ব্যবস্থাপনায় সহযোগিতা করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহানারা বেগম, পরিবার কল্যাণ সহকারী রোজিনা আক্তার ও স্বাস্থ্য সহকারী রোকসানা খানম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়