মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭

মতলবের সাত তলা ভবনের ময়লা পানিতে ভাসছে সড়ক ।। যান ও জনচলাচলে ভোগান্তি

রেদওয়ান আহমেদ জাকির
মতলবের সাত তলা ভবনের ময়লা পানিতে ভাসছে সড়ক ।। যান ও জনচলাচলে ভোগান্তি
মতলব বাজারে প্রবেশের মেইন সড়ক কলেজ রোডের পাশে ৭তলা ভবনের ময়লা পানিতে ভাসছে সড়ক। এতে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে ছোট-বড় গর্ত। পায়ে হেঁটে জনসাধারণের রাস্তা চলাচলে হচ্ছে সমস্যা। প্রায় ঘটছে এমন ঘটনা। অভিযোগ পৌরবাসীর।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সকালে মতলব কলেজ রোডের ৭তলা ভবনের টাংকির ময়লা পানিতে রোডটি ভেসে যেতে দেখা যায়। এ ঘটনা ঘটছে প্রায় সময়। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করছে। কোমলমতি শিশু শিক্ষার্থী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও যাতায়াত করছে। রাস্তাতে পানি থাকায় যানবাহনের চাকায় রাস্তার পিচ উঠে সৃষ্টি হচ্ছে ছোট-বড়ো গর্ত। এতে যান ও জনচলাচলে হচ্ছে ভোগান্তি।
ব্যবসায়ী আবুল কালাম ফরাজী জানান, প্রায় সময় সাততলা ভবনের টাংকি দিয়ে ময়লা পানি মেইন সড়কে পড়ছে। এতে যানবাহন ও জনসাধারণের চলাচল অসুবিধার সম্মুখীন হচ্ছে।
সাত তলা ভবনের তত্ত্বাবধায়ক গোলাম মোস্তফা জানান, টাংকি ভরে গিয়ে পানি বাইরে রাস্তায় পড়ছে। আমি এগুলো পারিষ্কার করছি। পানিতে রাস্তা ও জনসাধারণের কিছুটা অসুবিধা হচ্ছে।
ভবনটির মালিক মো. লিয়াকত আলী জানান, সাবেক পৌর মেয়রকে বেশ কয়েকবার বলে টাংকির সাথে ড্রেনের লাইন দিতে পারিনি। পৌর ট্যাক্স দিচ্ছি, কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়