প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
মতলবের সাত তলা ভবনের ময়লা পানিতে ভাসছে সড়ক ।। যান ও জনচলাচলে ভোগান্তি
রেদওয়ান আহমেদ জাকির
মতলব বাজারে প্রবেশের মেইন সড়ক কলেজ রোডের পাশে ৭তলা ভবনের ময়লা পানিতে ভাসছে সড়ক। এতে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে ছোট-বড় গর্ত। পায়ে হেঁটে জনসাধারণের রাস্তা চলাচলে হচ্ছে সমস্যা। প্রায় ঘটছে এমন ঘটনা। অভিযোগ পৌরবাসীর।
|আরো খবর
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সকালে মতলব কলেজ রোডের ৭তলা ভবনের টাংকির ময়লা পানিতে রোডটি ভেসে যেতে দেখা যায়। এ ঘটনা ঘটছে প্রায় সময়। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করছে। কোমলমতি শিশু শিক্ষার্থী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও যাতায়াত করছে। রাস্তাতে পানি থাকায় যানবাহনের চাকায় রাস্তার পিচ উঠে সৃষ্টি হচ্ছে ছোট-বড়ো গর্ত। এতে যান ও জনচলাচলে হচ্ছে ভোগান্তি।
ব্যবসায়ী আবুল কালাম ফরাজী জানান, প্রায় সময় সাততলা ভবনের টাংকি দিয়ে ময়লা পানি মেইন সড়কে পড়ছে। এতে যানবাহন ও জনসাধারণের চলাচল অসুবিধার সম্মুখীন হচ্ছে।
সাত তলা ভবনের তত্ত্বাবধায়ক গোলাম মোস্তফা জানান, টাংকি ভরে গিয়ে পানি বাইরে রাস্তায় পড়ছে। আমি এগুলো পারিষ্কার করছি। পানিতে রাস্তা ও জনসাধারণের কিছুটা অসুবিধা হচ্ছে।
ভবনটির মালিক মো. লিয়াকত আলী জানান, সাবেক পৌর মেয়রকে বেশ কয়েকবার বলে টাংকির সাথে ড্রেনের লাইন দিতে পারিনি। পৌর ট্যাক্স দিচ্ছি, কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না।