প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:০৩
সাংবাদিক লতিফের বিনামূল্যে গাছের চারা বিতরণ
গাছ জীবিকার পথ সুগম করে----- ইউএনও মাহমুদা কুলসুম মনি
মতলব উত্তর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশী ও বিদেশী জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
|আরো খবর
সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজির সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক হিল্লোল চাকমা, থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম খান, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, গাছ আমাদের জন্যে একটি অতি প্রয়োজনীয় বস্তু। যেভাবে বন উজাড় করা হয়েছে, সে কারণে দেশে ভয়াবহ বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। গাছ যেমন অক্সিজেন দেয়, ছায়া দেয় অন্যদিকে ফল দেয়। গাছ জীবিকার পথ সুগম করে। স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে ফলদ ও ঔষধি বিভিন্ন জাতের উদ্ভিদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে। গাছ লাগানোর মাধ্যমে আমরা পুষ্টির প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে।একটুখানি জায়গা যেন খালি না থাকে, প্রতিটি বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে গাছ লাগানো প্রয়োজন।
ছবি:মতলব উত্তরে সাংবাদিক আ. লতিফের বিনামূল্যে গাছের চারা বিতরণের উদ্বোধন করছেন ইউএনও মাহমুদা কুলসুম মনিসহ অন্য অতিথিবৃন্দ