মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৫৩

মতলব উত্তরে চরাঞ্চলবাসীর সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক

ইকোনমিক জোন হলে বালু সন্ত্রাসীসহ কোনো সন্ত্রাসী থাকবে না

ইকোনমিক জোন হলে বালু সন্ত্রাসীসহ কোনো সন্ত্রাসী থাকবে না
মতলব উত্তরের চরওয়েস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলবাসীর সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, দেশের পিছিয়ে পড়া অঞ্চলে শিল্প স্থাপনের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকার আশা করছে, অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এতে এই এলাকায় ব্যবসা-বাণিজ্য বাড়বে। ফলে মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ৷

সোমবার (২০ জানুয়ারি ২০২৫) সকালে ইকোনমিক জোনের প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মতলব উত্তরের চরওয়েস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইকোনমিক জোন বাস্তবায়ন হলে বালু সন্ত্রাসীরাসহ কোনো সন্ত্রাসী থাকবে না। আপনারা থাকবেন নিরাপদে এবং এখানে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ অনেক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠবে। যার সুফল আপনারা ভোগ করবেন ৷

অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরো বলেন, অবৈধভাবে নদীতে কাউকে বালু উত্তোলন করতে দেয়া হবে না, সে যেই হোক। আগে দিনে ও রাতে বালু উত্তোলন করা হতো। দিনে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এখন রাতেও বালু উত্তলোন বন্ধ করা হবে। কোনো অবস্থাতেই নদীতে অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেয়া হবে না-- আপনারা নিশ্চিত থাকেন ৷

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্প বাস্তবায়নের জন্যে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে ১ লাখ ১ হাজার ১শ’ ১ টাকায় ভূমির প্রতীকী মূল্য নির্ধারণ করে তিন হাজার ৩৭ একর জমি রেজিস্ট্রি করা হয়। রেজিস্ট্রিকৃত ওইসব জমির দলিল বেজায় হস্তান্তর করা হয় ৷

মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, কৃষক ও চরাঞ্চলবাসীর পক্ষে রুপনারায়ণ সরকার, বজলুর রশিদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য মিন্নত আলী বেপারী, কৃষক নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান, শিপন বেপারী, শাহজাহান কবির বাদল, নিজাম উদ্দিনসহ অনেকে ৷

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল হক, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা দীপক, আমিরাবাদ ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা তানজিম হোসেন, বিএনপি নেতা মিলন মুন্সিসহ চরাঞ্চলের কয়েকশ' কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়