মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৫১

সুশাসন নিশ্চিত করতে ৩১ দফার বিকল্প নেই ……. লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো
সুশাসন নিশ্চিত করতে ৩১ দফার বিকল্প নেই ……. লায়ন মো. হারুনুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বার বার ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে। জনগণের কাছে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং সুশাসন নিশ্চিত করতে ৩১ দফার বিকল্প নেই। তাই আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমান নিজেই এই ৩১ দফা উত্থাপন করেন। গত ১৭ বছর আমরা কীভাবে কাটিয়েছি তা বলে বোঝাবার নেই। আমাদের এখন কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু এই সুযোগকে যারা ব্যাহত করার চেষ্টা করবেন তাদের কঠোর হাতে দমন করা হবে। আমাদের তথা দলের একটাই চাওয়া নেতা-কর্মীরা যাতে কোনো প্রলোভনে পড়ে বিএনপির আদর্শচ্যুত না হয়। আদর্শচ্যুতদের ভার দল বহন করবে না। আর যারা এতোদিন বঞ্চিত হয়েছেন, দলের সুসময়ে অবশ্যই তারা এর প্রতিদান পাবেন। তাই ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন এবং

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফার কথা পৌঁছিয়ে দিন।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গৃদকালিন্দয়া বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা সেলিম খান, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক পাটওয়ারী, মহিলা দলের নেত্রী পারুল বেগম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়