বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯

নিউ ট্রাক রোড থেকে ২ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
নিউ ট্রাক রোড থেকে ২ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. ফারুক গাজী (৪২) ও রাজু তালুকদার (৩৩) নামে দু মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আটক ফারুক গাজী নিউ ট্রাক রোডের মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার একই রোডের জয়নাল তালুকদারের ছেলে। তবে ফারুক গাজী বর্তমানে নিউ ট্রাক রোড বটতলার ব্যাংকার আমিমুল এহসানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি ২০২৫) মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাক রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে ২০০ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই দুজন নয়, এলাকায় আরো অনেক মাদক কারবারি রয়েছে। যুব সমাজকে রক্ষায় তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মাদকসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা হওয়ার পর দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। সূত্র : ঢাকা মেইল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়