প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আক্কাছ আলী রেলওয়ে একাডেমী
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সভাপ্রধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় উত্তর লেখার আগে ভালোভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটার উত্তর ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরণে রাখতে হবে। ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে।
তিনি বলেন, আজকে তোমাদের সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের কাছে আমাদের আশা, তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে এ বিদ্যালয় সুনাম বয়ে আনবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবে। পরীক্ষার ফলাফল ভালো হলে তোমাদেরকে পুরস্কৃত করবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্যে কাজ করছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, বিদ্যালয় উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, রেলওয়ে আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, তানিয়া জেসমিন, সহকারী শিক্ষক বদরুন্নেছা বিথি, শাহাদাত হোসেন, শিউলি রাণী আচার্যী, সায়মা আহমেদ চৌধুরী, ইমরান হোসাইন, জাকির হোসেন গাজী, জায়েদ ইমতিয়াজ ও দিলীপ কুমার দেবনাথ। মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।