প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের বিদায়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া
এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদগুলো নিম্নরূপ-
রাগৈ উচ্চ বিদ্যালয়
মোঃ আবুল কালাম ॥ শাহরাস্তির ঐতিহ্যবাহী রাগৈ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের একাডেমিক এডভাইজার মোঃ আবুল কালাম, সিনিয়র শিক্ষক মোঃ হেলাল আহমেদ, পরিচালনা পর্ষদ সদস্য মোঃ আবুল বাসার, আবদুস ছালাম, মাওলানা শামীম উদ্দিন, মুনছুর আহমেদ মাস্টার। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহআলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম হোসেন, শিক্ষার্থীদের পক্ষে আনিশা তাবাসসুম ও ইসরাফিল হাসান। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ
শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। অতিথি হিসেবে বক্তব্য কলেজ শাখার অধ্যক্ষ তাপস কুমার দত্ত, সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের একাডেমিক এডভাইজার মোঃ আবুল কালাম, অভিভাবক সদস্য ফারুক আহমেদ ও হারুন ষষ্ঠী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মোঃ হেলাল আহমেদ, মোঃ আবুল বাসার পাটোয়ারী, আবু ইউসুফ, শিক্ষার্থীদের পক্ষে আবছার হোসেন ও উম্মে হাফসা লামিয়া। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।