বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কালিকাপুর উবিতে দাতা সদস্যদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
কালিকাপুর উবিতে দাতা সদস্যদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা, চতুর্থ শ্রেণির কর্মচারী মোজাফফর হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ক্রিয়েটিভ নেটওয়ার্ক ঢাকার অর্থায়নে এবং বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র আমেরিকা প্রবাসী মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের উপস্থাপনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য ফারুকুজ্জামান মজুমদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার আঃ কাইয়ুম কিরণ মজুমদার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা রাসেল প্রধান, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য একেএম কবির হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রধান, সমাজসেবক সিরাজুল ইসলাম, মানিক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান প্রধান প্রমুখ।

পরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ মোঃ শহীদুল্লাহ মুন্সি।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়