প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২১:১৮
কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
কচুয়ায় খেলতে গিয়ে আগুনে পুড়ে ঝলসে গেছে শিশু সামিয়া (৬)। মঙ্গলবার (২১ জানুুয়ারি ২০২৫) দুপুরে উপজেলা তেতৈয়া গ্রামের ৪১নং সরকারি প্রাথমিক বিদালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান জানান, শিক্ষার্থী সামিয়া শিশু শ্রেণীর ছাত্রী। দুপুর ১২টায় বিদ্যালয় ছুটির পর সে বড়ো বোনের জন্যে অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে মাঠে খেলা করে। বেলা সাড়ে ১২টার দিকে আমি ক্লাসে থাকাকালীন দেখতে পাই মেয়েটি শরীরে আগুন নিয়ে চিৎকার দিতে দিতে বিদ্যালয়ের বারান্দার দিকে ছুটে আসছে। আমি ও নতুন বই নিতে আসা বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা তাৎক্ষণিক ছুটে গিয়ে মেয়েটির জামা ছিঁড়ে ফেলি। ততক্ষণ মেয়েটির শরীরের প্রায় ৬০ ভাগ অংশ পুড়ে যায় এবং আমাদের উভয়ের দু’হাত ঝলসে গেছে। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।সামিয়ার বাবা মিজানুর রহমান জানান, আমার দুই মেয়ে। বড়ো মেয়ে তেতৈয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ছোট মেয়ে সামিয়া প্রথম শ্রেণীর ছাত্রী। স্কুল ছুটির হওয়ার পর বড়ো বোনের জন্যে অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে খেলতে যায়। এ সময় ময়লার স্তূপের আগুনে পড়ে গিয়ে তার শরীর ঝলসে যায়। খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নিয়ে আসি।