বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২২:৪৭

হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯

মো. সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯

হাইমচরের মেঘনা নদীতে মাটি ভর্তি দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের নেতৃত্বে নীলকমল ইউনিয়নের বারো তহবিল নদীর পাড় থেকে তাদের আটক করেন হাইমচর কোস্ট গার্ড।

জানা যায়, বরিশালের হিজলা উপজেলার চরাঞ্চলের মাটি কেটে মুন্সিগঞ্জের একটি ইট ভাটায় নিয়ে যায় একটি চক্র। বেশ কিছু দিন যাবত হাইমচর ও চাঁদপুরের নদী দিয়েই বাল্কহেড ভর্তি মাটি নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ। প্রতিদিন দিনে এবং রাতে মাটি পাচার হয় নদী পথে। নীলকমল নৌপুলিশ ফাঁড়ি একটি বাল্কহেডও ধরতে সক্ষম হয়নি। যার ফলে নৌপুলিশ নিয়ে জনমনে রয়েছে সমালোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বিকেল ৪টায় এক গণমাধ্যম কর্মীকে জানান, অবৈধ মাটি বোঝাই দুটি বাল্কহেড উপজেলার বারো তহবিল এলাকায় নদীর পাড়ে নোঙ্গর করা আছে। আপনারা যদি নীলকমল নৌপুলিশকে জানান, তাহলে তাদের ধরতে পারবেন না। তারা নীলকমল নৌপুলিশকে ম্যানেজ করে নদী দিয়ে মাটি পাচার করে। এ মাটির বাল্কহেড আটক করতে হলে উপজেলা নির্বাহী অফিসার এবং কোস্টগার্ড আসলে ধরতে পারবেন। এই গণমাধ্যমকর্মী উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিষয়টি জানালে তিনি কোস্টগার্ডের সাথে আলাপ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারকে অভিযানে পাঠান। তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করে চাঁদপুর কোস্টগার্ড নিকট নিয়ে যায়।

হাইমচর কোস্ট গার্ড সিসি আব্দুস সামাদ জানান, আমরা মাটিসহ দুটি বাল্কহেড আটক করেছি। এগুলো নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন নদীতে আছি। চাঁদপুরের কোস্টগার্ড কমান্ডারের নিকট সকল তথ্য দেয়া আছে, আপনারা সেখান থেকে তথ্য নিয়ে নেন।

চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট আহসান জানান, মাটি ভর্তি দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়েছে। তারা এখনো চাঁদপুর এসে পৌঁছে নি। আমাদের কাছে আসলে আমরা তাদের যাচাই-বাচাই করে নৌপুলিশের কাছে হস্তান্তর করবো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা নদীতে অভিযান পরিচালনা করে মাটিসহ দুটি বাল্কহেড ও ৯ জনকে আটক করেছি। বাল্কহেড ও আটককৃতদের চাঁদপুর কোস্ট গার্ডের নিকট প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়